স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেখ জমির উদ্দিন আর নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শেখ জমির উদ্দিন আর নেই। রবিবার রাত সাড়ে ৯টায় রামপুরায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার নাতি মোহাম্মদ বেলাল দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যায় বাথরুমে পড়ে গিয়ে তিনি আহত হন এবং অজ্ঞান হয়ে যান। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যান দাদা।
শেখ জমির উদ্দিনের দাফনের সময় ও স্থান এখনো ঠিক করা হয়নি।
সহকর্মী এবং পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে দাফনের সময় ও স্থান জানানো হবে বলে জানান বেলাল।
(দ্য রিপোর্ট/এমএ/জেএম/এএল/ফেব্রুয়ারি ০২, ২০১৪)