সিএসই-তে নতুন সময়সীমা চালুতে ক্রটি বিচ্যুতি দেখা দেয়নি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিনিয়োগকারীদের সুবিধার্থে ও কারসাজি রোধে নতুন লেনদেন নিষ্পত্তির সময়সীমা (টি-২) চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। নতুন এ পদ্ধতি চালু করা হলেও সিএসইসহ সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসে সফটওয়্যারজনিত কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়নি।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন শেষে সন্ধ্যায় সিএসই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন দিরিপোর্ট২৪কে এ কথা বলেন।
সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘আজ থেকে সিএসইর সদস্যভুক্ত সব ব্রোকারেজ হাউসে এ নতুন পদ্ধতি চালু করা হয়। তবে শেয়ার লেনদেন নিষ্পত্তিতে সমস্যা রয়েছে কী না চূড়ান্তভাবে মঙ্গলবার নিশ্চিত হওয়া যাবে।’
তিনি বলেন, ‘এর আগে শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সাইকেল বা লেনদেন নিষ্পত্তির সময়সীমা ছিল টি-৩। এখন তা পরিবর্তন করে বা কমিয়ে টি-২ করা হয়েছে। তবে সকালেই এ পদ্ধতি চালু করার আগে স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকার অথবা ডিলাররা পে-আউট ফাইল তৈরি করছে। বিশেষ করে লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত আনতেই এ পদ্ধতি চালু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত আনতেই এ পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে বিনিয়োগকৃত অর্থ চার দিনের পরিবর্তে তিন দিনেই ফেরত পাবেন বিনিয়োগকারীরা। তবে এ পদ্ধতি চালু করার আগে স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকার অথবা ডিলারদের ৩ নভেম্বরের মধ্যেই পে-আউট ফাইল তৈরি করতে হবে বলে জানা গেছে। এর আগে গত ১৭ আগস্ট সিএসই’র ঢাকা কার্যালয়ে নিয়মিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৮ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪০৩ তম নিয়মিত কমিশন সভায় সেটেলমেন্ট সাইকেল কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময় বিএসইসির নির্বাহী পরিচালক মো. ফরহাদ আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘বর্তমান বাজারের সার্বিক দিক বিবেচনায় এখন তা টি-২ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে সেটেলমেন্ট সাইকেল আগের চেয়ে কমে আসবে। ফলে বিনিয়োগকারীরা অনেক উপকৃত হবেন। এ পদ্ধতি প্রয়োগ করা হলে বাজারে ট্র্যানজেকশন ভলিউমের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।’
(দিরিপোর্ট২৪/এনটি/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)