চট্টগ্রামে শিবিরের ৯ নেতাকর্মী আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিবিরের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
উপজেলার হুলাইন মাঝের পাড়ার একটি মসজিদে গোপন বৈঠকের সময় শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- মো. আব্দুল আজিজ (১৯), মো. গিয়াস উদ্দিন (২৯), মো. সাঈদ আলম (২১), গাজী মো. হাসিফ (১৯), মো. রাজীব (১৯), মো. সাজ্জাদ হোসেন (১৯), আরাফাত হোসেন (২০), মো. কলিম উল্লাহ (১৯) এবং মো. মাঈন উদ্দিন (২০)।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান সরকার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া থানার হুলাইন মাঝের পাড়া বাবুলের বাড়ির সামনে পাঞ্জেগানা মসজিদের ভেতর শিবিরের বেশ কিছু নেতা-কর্মী গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
তিনি জানান, তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এখানে পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ২০-২৫ জন শিবিরের কর্মী পালিয়ে গেলেও নয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে তোলা হবে। তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল ও ৪টি বাইসাইকেল ও বিপুল পরিমাণ ইসলামী এবং সাংগঠনিক বই জব্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএম/এএসটি/এনআই/মার্চ ০৫, ২০১৬)