চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই থানার নিজামপুর কলেজ এলাকা থেকে ট্রাক ভর্তি ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ সময় ট্রাকসহ চালক মোহাম্মদ রবিউল হোসেনকে (১৮) আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের উপ-পরিচালক সাফায়াত জামিল ফাহিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছে। সেই সূত্রে ট্রাকটিকে অনুসরণ করে মিরসরাইয়ের নিজামপুর কলেজ গেট এলাকায় ট্রাকটিকে আটক করতে সমর্থ হই। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়।’

তিনি আরও জানান, আটক ট্রাকচালক রবিউল হোসেন কুমিল্লা জেলার বাসিন্দা। এর আগে এমন বেশ কয়েকটি ফেনসিডিলের চালান সে চট্টগ্রাম এনেছে। এ ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/সা/মার্চ ০৫, ২০১৬)