দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হৃদয় খান। আর তরুণ কণ্ঠশিল্পী সোহেল মেহেদী। এবার একই অ্যালবামে তারা একসঙ্গে কাজ করছেন। চলতি বছরে বাজারে আসছে হৃদয়ের সুরে সোহেলের একক অ্যালবাম।

এ পর্যন্ত অনেক তরুণ কণ্ঠশিল্পীর একক অ্যালবামে কাজ করেছেন হৃদয় খান। তার মধ্যে সোনিয়া, পান্না, সন্দীপন, মিমি প্রমুখ শিল্পীরা ছিলেন। এবার সোহেল মেহেদীর অ্যালবামের সুর-সঙ্গীত করছেন হৃদয়। এরই মধ্যে তিনটি গানও তৈরি হয়ে গেছে।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘অনেক আগে থেকেই সোহেল মেহেদীর সঙ্গে আমার পরিচয়। বিভিন্ন অনুষ্ঠান এবং অ্যালবামে তার গান শুনেছি। এবার তার জন্য গান তৈরি করছি।’

সোহেল মেহেদী বলেন, ‘হৃদয় খান আমার একক অ্যালবাম করার দায়িত্ব নিয়েছেন। এটা আমার জন্য ইতিবাচক একটা দিক। আমাদের দুজনেরই ইচ্ছা ভাল কিছু গান তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘সবগুলো গানের কাজ শেষ হলে বাছাই করে ২/৩টি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।’

গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও গুঞ্জন রহমান। সব ঠিকঠাক থাকলে চলতি বছরই অ্যালবামটি বাজারে আসবে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আইএফ/জেএম/এএল/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)