ছবিতে চীনা নববর্ষ উদযাপন
দ্য রিপোর্ট ডেস্ক : পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। আর তাদের নববর্ষ উদযাপনও দারুণ উৎসবমুখর। শুধু নিজ দেশেই নয়, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা চীনারা উৎসবের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করে।
চীনের রাজধানী বেইজিংয়ে গত বৃহস্পতিবার নববর্ষের আগের দিন
চীনের রাজধানী বেইজিংয়ে নববর্ষের আতশবাজি
সাংহাইয়েও ছিল আতশবাজির খেলা
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার চায়না টাউনে চীনাদের নববর্ষ উদযাপন
সিঙ্গাপুরে সমুদ্রের নিচে
কম্বোডিয়ার রাজধানী নমপেনে চীনাদের নববর্ষ উদযাপন
প্রেসিডেন্ট সুহার্তোর আমলে চীনারা ইন্দোনেশিয়ায় নববর্ষ উদযাপন করতে পারত না। তবে এখন আর সে বাধা নেই।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চীনাদের নববর্ষ উদযাপন
লন্ডনের চায়না টাউনে ব্রুস লি ও জ্যাকি চ্যানের মোমের মূর্তি নিয়ে চীনাদের নববর্ষ উদযাপন
তবে চীনের সাংহাইয়ের প্রাণকেন্দ্র ছিল ভিন্নরকম। সবাই নববর্ষ উদযাপনের জন্য নিজ নিজ শহরে যাওয়ায় এখানে লোকসমাগম প্রায় ছিলই না।
স্বজনদের সঙ্গে নববর্ষ উদযাপনের জন্য যাচ্ছে এক চীনা পরিবার