দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন চলচ্চিত্র অভিনেতা ফিলিপ সেইমার হফম্যান রবিবার মারা গেছেন। মাত্র ৪৬ বছর বয়সে চলে গেলেন অস্কার বিজয়ী এ অভিনেতা। নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টের বাথরুমে তার মৃতদেহটি পড়েছিল।

তার এক বন্ধুর ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ড্রাগ সেবনের কারণেই মারা গেছেন তিনি।

ক্যাপোটে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ২০০৫ সালে অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জেতেন তিনি। এ ছাড়া মিশন ইম্পসিবল ৩-এর মতো হলিউড ব্লকবাস্টারের হিরো তিনি।

তার আকস্মিক মৃত্যুতে শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন হলিউডের তারকারা। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)