দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেলাল হোসেন (২৭) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই জামায়াত নেতা বাসের ধাক্কায় মারা যান।

নিহত বেলাল হোসেন শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার মহিষকান্দী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে। তিনি কল্যাণপুর এলাকায় থাকতেন। সেখানে ইবনে সিনা মেডিকেল হাসপাতালে ইমামতি করতেন। তিনি দারুস সালাম থানার জামায়াতের আমির বলে জানা গেছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ জিয়াউজ্জমান বলেন, সোমবার সকাল সাড়ে ৮টায় পল্লবীর কালশিতে সাংবাদিক প্লটের সামনে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা রাস্তায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন তারা পুলিশের ওপর হামলা চালান।

তিনি আরো জানান, এ সময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় জামায়াতের এক নেতা বাসের ধাক্কায় আহত হন। পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এএইচএ/ইইউ/এসবি/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)