টেলিভিশনের পর্দায় স্টেডিয়ামের উত্তাপ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবারের দিন। প্রতি সপ্তাহের এই দিনটিতে রাজধানী ঢাকায় থাকে তীব্র যানজট। ফুটপাতগুলো থাকে মানুষের অসম্ভব ভিড়। কেননা, বাংলাদেশে সপ্তাহের প্রথম কর্মদিবস এটি। তবে ৬ মার্চ (রবিবার) এই ব্যতিক্রম চিত্রই দেখা গেল ঢাকায়। বিকেলের পর থেকেই রাস্তাঘাট ফাঁকা হওয়া শুরু। অফিস-আদালত-ব্যবসা প্রতিষ্ঠান সব খান থেকেই মানুষের ঘরে ফেরার তাগিদ; কারও আবার তাগিদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছোটার। কারণ, সন্ধ্যা সাড়ে ৭টায় যে সেখানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ফাইনাল। আর সেই ফাইনালে ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। স্বপ্নের সেই ফাইনাল দেখতে তাই সকলেই ব্যস্ত স্টেডিয়ামে (যাদের টিকিট আছে) যেতে কিংবা টেলিভিশন সেটের সামনে যথাসময়ে আসন গেড়ে বসতে।
ক্রিকেটপাগল মিরপুর স্টেডিয়ামের ধারণক্ষমতা যা তাতে করে সেখানে ক্রিকেটপাগল কোটি কোটি বাংলাদেশির জায়গা হওয়ার কথা নয়। তাই দেশজুড়ে কোটি বাংলাদেশির দৃষ্টি নিবদ্ধ থাকবে টেলিভিশন পর্দার সামনেই। প্রতিটি টেলিভিশনের পর্দার সামনেই তৈরি হবে স্টেডিয়ামের সেই উত্তাপ।
এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে এর আগেও খেলেছে বাংলাদেশ। ২০১২ সালে সেই ফাইনালে পাকিস্তানের কাছে দুঃখজনক হারে শিরোপা হারাতে হয়েছিল বাংলাদেশকে। রবিবার ফের শিরোপা জয়ের সুযোগ এসেছে বাংলাদেশের। এবার ভারতকে হারিয়ে স্বপ্ন ছোঁয়ার প্রত্যয় মাশরাফিদের। আর কোটি কোটি বাংলাদেশি ভাসছে একই স্বপ্নে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট, আন্তর্জাতিক ক্রিকেটের বড় কোনো আসরের প্রথম শিরোপা, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথমবারের মতো টি২০ ক্রিকেটে জয়ের স্বাদ; রবিবারের ম্যাচটি জিততে পারলে অনেক প্রাপ্তিই হবে বাংলাদেশের। আর তেমন প্রাপ্তির উপলক্ষটা মিস করতে চান কোনো বাংলাদেশিই। তাই তো রবিবার সন্ধ্যার পর থেকেই আবাল-বৃদ্ধ-বণিতা সব বাংলাদেশিরই অন্তর মিলছে এক জায়গাতেই; এশিয়া কাপের স্বপ্নের ফাইনালে।
(দ্য রিপোর্ট/জেডটি/এম/মার্চ ০৬, ২০১৬)