দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশের অনুমতি না দেওয়ায় মঙ্গলবার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘সরকারের গলায় গামছা দিয়ে পতন না ঘটানো পর্যন্ত আন্দোলন চলবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর রবিবার ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘এখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কুলুপ দিয়েছেন কেন? তারা এ বিষয়ে কোনো কথা বলছেন না।’

সরকার ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডকে অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘এ জন্য তারা বিদেশি প্রভুদের আশীর্বাদ পাচ্ছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।’

সারাদেশে অনুগত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আর্তি জানানোর কেউ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়েও যখন জনসমর্থন কমানো যায়নি, তখন জনগণের ওপর প্রতিশোধ নিতে নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)