জামিন পেলেন ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় রাজধানীর শাহবাগ ও রমনা থানায় দায়ের করা তিন মামলায় আট সপ্তাহের জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এর আগে এই তিন মামলায় ফখরুলকে হয়রানি ও গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী তা স্থগিত করে দেন।
মির্জা ফখরুল ইসলামের পক্ষে সোমবার আদালতে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মাদ অলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সগীর হোসেন লিয়ন প্রমুখ।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এমএআর/ফেব্রুয়ারি ৩, ২০১৪)