চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) মূল ফটক দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে ইয়াং ইন্টারন্যাশনাল নামে একটি বিদেশি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ ও কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।
সোমবার সকালে এ অবরোধকালে হাজার হাজার শ্রমিক আটকা পড়েন। তারা দুই ঘণ্টা দেরিতে নিজ কর্মস্থলে যান।
পুলিশ ও স্থানীয় শ্রমিকরা জানায়, বার্ষিক ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠে ইয়াং ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড নামের কোরিয়ান প্রতিষ্ঠানের শ্রমিকরা। সকাল ৮টার দিকে তারা সিইপিজেডের মূল ফটক অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও কর্তৃপক্ষের কর্মকর্তারা তাদের বুঝিয়ে আশ্বাসের পর সকাল সাড়ে দশটার দিকে তারা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারী দ্য রিপোর্টকে জানান, ‘আমরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদেরকে কর্মস্থলে ফেরত পাঠিয়েছি।’
(দ্য রিপোর্ট/এএসটি/এনআই/মার্চ ০৭, ২০১৬)