দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেখ জমির উদ্দিনের মরদেহ তার জন্মস্থান মেহেরপুরে নেওয়া হচ্ছে।

তার ছেলে শেখ জুলহাস উদ্দিন জানান, গার্ড অব অনার শেষে বাদ জোহর মেহেরপুর সদর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এই শব্দসৈনিক রবিবার রাত সাড়ে ৯টায় রামপুরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তার নাতি মোহাম্মদ বেলাল দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যায় বাথরুমে পড়ে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি স্ত্রী ও একমাত্র সন্তানশেখ জুলহাস উদ্দিনকে রেখে গেছেন।

শেখ জমির উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনিজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী তিমীর নন্দী জানান, মুক্তিযুদ্ধ শুরু হলে তৌফিক-ই-এলাহীর নেতৃত্বে তিনি সশস্ত্র যুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে সঙ্গীতানুষঙ্গ বাদ্যযন্ত্রী হিসেবে তার পারঙ্গমতার কথা যখন জানতে পারলেন, তখন তাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠিয়ে দেন তৌফিক-ই-এলাহী।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)