সোনালী ব্যাংকের টাকা চুরির তদন্ত র্যাবে হস্তান্তরের নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের টাকা চুরির ঘটনা তদন্ত করার দায়িত্ব র্যাবের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে র্যাবের নিকট এ দায়িত্বভার হস্তান্তর করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহা-পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে এ টাকা চুরির ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে এবং এ ঘটনার মূল হোতাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে কেনো নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করা হয়েছে।
রিটের বিবাদী স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ ছয়জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ সংগঠনটির পক্ষে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ নির্দেশ দেন আদালত।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় শুনানি করেন।
(দ্য রিপোর্ট/এসএ/এফএস/এসবি/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)