লাইটার জাহাজডুবি, নিখোঁজ ৫
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজের ধাক্কায় মালবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ডুবে যাওয়া লাইটার জাহাজের নাম “খান সন্স-১”। সোমবার রাত সোয়া ১০টার দিকে সাগরের বহির্নোঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রন্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।
তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এখন পর্যন্ত চারজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন যাত্রী।
চট্টগ্রাম বন্দর রেডিও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বহির্নোঙ্গর থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দর এলাকায় আসার সময় বিদেশি একটি মাদার ভেসেলের সাথে সিমেন্টের কাঁচামালবাহী লাইটার জাহাজটি ডুবে গেছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
মাহবুব রশিদ দ্য রিপোর্টকে বলেন, ‘অলিম্পিক সিমেন্টে’র মালিকানাধীন খান এন্ড সন্স-১ নামে লাইটার জাহাজটি বহির্নোঙ্গর থেকে সিমেন্টের কাঁচামাল নিয়ে বন্দরে আসার পথে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে গেছে। বন্দরের নিরাপত্তা এবং কোস্টগার্ড টিম ঘটনাস্থলে গেছেন।
(দ্য রিপোর্ট/এসবি/এনআই/এনআই/মার্চ ০৭, ২০১৬)