পাকিস্তানে গ্রেনেড হামলায় নিহত ৫
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি সিনেমা হলে দুই দফা গ্রেনেড হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা ও এনডিটিভির।
পেশোয়ারের কিসা খাওয়ানি বাজারের পিকচার হাউস নামক সিনেমা হলে রবিবার হামলার এই ঘটনা ঘটে। এ সময় সেখানে ‘জিদ্দি পাখতুন’ নামের একটি সিনেমা দেখানো হচ্ছিল।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ হামলার সময় সিনেমা হলের ভেতরে অন্তত ১৫০ জন মানুষ ছিলেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের বেশিরভাগই মূলত হামলার পর দর্শকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রধান শহর।
(দ্য রিপোর্ট/এমএটি/এমসি/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)