চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এলাকায় লাইটারেজ জাহাজডুবির ঘটনায় ১২ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে বহির্নোঙ্গর থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে বন্দর উপকূলে আসার সময় অলিম্পিক সিমেন্টের মালিকানাধীন খান অ্যান্ড সন্স-১ নামে জাহাজটি অন্য একটি বিদেশি মাদার ভেসেলের সঙ্গে ধাক্কা লেগে সাগরে ডুবে যায়। প্রথমে আটজনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ ছিল।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটিতে মোট ১২ জন নাবিক ছিলেন। রাত ১২ পর্যন্ত আটজনকে এবং মঙ্গলবার সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে বাকি চারজনের খোঁজ পাওয়া গেছে।

তিনি জানান, বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ট্যাগবোট দিয়ে দিয়ে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে জাহাজডুবির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনোরকম সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/সা/মার্চ ০৮, ২০১৬)