ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে দুজন খুন হওয়ার এক মাস পার হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতদের পরিবারে এখনও শোকের মাতম কাটেনি। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান। হত্যা মামলা দুটির একাধিক আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন।

জানা যায়, উপজেলার সোহাগপুর গ্রামে গত বছরের ২৯ ডিসেম্বর পুকুরে ডুব দেওয়া এবং বাজি ধরাকে কেন্দ্র করে মোল্লাবাড়ি ও চৌধুরীবাড়ির মধ্যে সংর্ঘষ হয়। ওই ঘটনায় চৌধুরীবাড়ির লোকজনের হাতে মোল্লাবাড়ির শরীফ ও হীরা মিয়া নিহত হন।

ওই ঘটনার পরের দিন নিহত শরীফের বাবা শাজাহান মিয়া বাদী হয়ে চৌধুরীবাড়ির ১৭ জন ও নিহত হীরা মিয়ার ছেলে মো নাহিদ মিয়া বাদী হয়ে চৌধুরীবাড়ির ২১ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় দুটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতদের পরিবারের অভিযোগ, দুটি হত্যা মামলার ১৬ জন আসামি ইতোমধ্যে হার্ইকোট থেকে জামিন নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। তারা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী মো. আলমগীর মিয়া জানান, হত্যাকারীরা জামিন নিয়ে এলাকায় ঘোরাফেরা করছেন। একমাত্র উপার্জন করা ছেলে শরীফ নিহত হওয়ার পর পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

নিহত শরীফের বাবা শাজাহান মিয়া জানান, ‘আমার সন্তানের একজন হত্যাকারীকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি।’

নিহত হীরা মিয়ার ছেলে মো. নাহিদ মিয়া বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে তারা এখন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। কিন্তু দুঃখের বিষয় আজও তারা কেউ গ্রেফতার হয়নি।’

পরিবার দুটি আসামিদের গ্রেফতার এবং তাদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এসকে/ইইউ/এমএআর/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)