চট্টগ্রামে ৫ জলদস্যু আটক
চট্টগ্রাম অফিস : বঙ্গোপসাগরে ধাওয়া করে চট্টগ্রামের কাট্টলী উপকূল থেকে পাঁচ জলদস্যুকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মাছ ধরার বোটসহ লুটকরা দুটি জাল। মঙ্গলবার ভোরে পতেঙ্গা থানা পুলিশ এ অভিযান চালায়।
আটকরা হলেন— দিদার (৩৫), আলী হোসেন (২৭), মো. জয় (২০), নবী হোসেন (২৫) ও মো. মহিউদ্দিন (৩৬)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পতেঙ্গা এলাকায় সংঘবদ্ধ একটি জলদস্যুর দল দীর্ঘদিন সাগরে মাছ ধরা জেলেদের ওপর হামলা করে তাদের বোট, জাল ও মাছ লুট করে আসছিল। মিন্টু মোল্লা নামে এক জলদস্যু সর্দারের নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি এ কাজ করে আসছিল।
তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে পতেঙ্গার ১৫ নম্বর এলাকায় তাদের অবস্থান জানতে পেরে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কাট্টলী এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। তবে যাচাই-বাছাই করে দু’জনের সম্পৃক্তা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের নামে লুটপাট ও জলদস্যুতা ধারায় মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে।
তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ আলমগীর।
(দ্য রিপোর্ট/এমএআর/সা/মার্চ ০৮, ২০১৬)