চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে নগরীর পশ্চিম খুলশী এলাকায় নিজ বাসা থেকে ওয়াকিলকে গ্রেফতার করা হয়।

সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেফতার অভিযানের সময় পালানোর চেষ্টা করে ব্যর্থ হন ওয়াকিল। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের দুই পকেট থেকে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, চট্টগ্রাম মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে খুলশী থানায় একাধিক মামলা রয়েছে।

ওয়াকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/মার্চ ০৮, ২০১৬)