দ্য রিপোর্ট প্রতিবেদক : চেক জালিয়াতির মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক রাফী মো. নাজমুল সাদাৎ তাকে গ্রেফতার করেন।

দুদক সূত্র জানায়, ২০১২ সালের ৭ আগস্ট ১০ কোটি টাকার চেক জালিয়াতির ঘটনায় ১৬টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে তিনটি মামলার অন্যতম আসামি মোস্তফা কামাল। জমি বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নামে-বেনামে ৪৭টি চেক ইস্যু করে ৪২ লাখ টাকা আত্মসাত করেন তিনি।

গ্রেফতারের পর মোস্তফার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে দুদক সূত্র জানায়।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)