দ্য রিপোর্ট ডেস্ক : প্রিন্স হ্যারির প্রতি চরম আকর্ষণ রয়েছে মার্কিন অভিনেত্রী, পপ গায়িকা ও মডেল লিন্ডসে লোহানের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

‘মিন গার্লস’ খ্যাত অভিনেত্রী লোহান ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির ভক্ত। শুধু তাই নয়, লোহানের মনে প্রিন্স হ্যারির প্রতি চরম আকর্ষণ রয়েছে। ২৭ বছর বয়সী এ তারকা মনে করেন, প্রিন্সকে দেখলেই তার মনে বিজলি চমকে উঠে।

ন্যাশনাল ইনকোয়ারার ম্যাগাজিনকে দেওয়া এক সূত্র অনুযায়ী, প্রিন্স হ্যারির প্রতি লিন্ডসে সব সময়ই এক ধরনের আকর্ষণ অনুভব করেন। যখনই তিনি প্রিন্সকে টিভিতে দেখেন তখনই তাকে নিয়ে কল্পনা-জল্পনা শুরু করেন। প্রিন্স যেভাবে চলেন, কথা বলেন সবই তার অনেক ভালো লাগে। তিনি মনে করেন, তাদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানাবে।

জানা যায়, বছরের শুরুর দিকে লন্ডনে থাকলেও লিন্ডসে বর্তমানে সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। তবে খুব শিগগির তিনি ব্রিটিশ রাজধানীতে ফিরবেন তার মনের মানুষের খোঁজে, যিনি বর্তমানে তার প্রেমিকা ক্রেসিডা বনাসকে নিয়ে ব্যস্ত আছেন।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/শাহ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)