দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশান থানায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

মওদুদের পক্ষে করা এক আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

এ মামলায় জামিনের ফলে মওদুদের কারামুক্তিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

১৭ ডিসেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে বাড়ি আত্মসাতের অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করে। এরপর নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করে। একই সঙ্গে নিম্ন আদালতের আদেশে সোমবার মওদুদ আহমদকে কাশিমপুর কারাগারের কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)