যশোর (বেনাপোল) সংবাদদাতা : বেনাপোল বিজিবি হেডকোয়ার্টারে সোমবার দুপুরে সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে এক সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন খুলনা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল নুরুল হুদা। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর ২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান, স্টাফ অফিসার লে. কর্নেল আতিকুর রহমান, লে. কর্নেল ইমারাত, সেক্টর জিটু মেজর আবুল কালাম আজাদ, ২৬ বিজিবি এডি নজরুল ইসলামসহ বিভিন্ন ক্যাম্প কমান্ডারগণ।

অপরদিকে, ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের কৃষ্ণনগর বিএসএফের সেক্টর কমান্ডার ডিআইজি পুষ্পেন্দ্র সিং। তার সঙ্গে ছিলেন- ভারতীয় এক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল বিএম জয়, স্টাফ অফিসার বিশাল সিং, ওপি শর্মা, মনোজ কুমার ও হরিদাসপুর ক্যাম্প কমান্ডার মানিষা কুমার ও জে এস পাণ্ডে।

সম্মেলনে ভারতীয় নাগরিক দিয়ে সীমান্তের ১৫০ গজের মধ্যে রাস্তা নির্মাণ, বাংলাদেশ নাগরিক দিয়ে সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁচা রাস্তা নির্মাণ, বিএসএফ/ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ, পতাকা বৈঠকে সাড়া না দেওয়া, সমন্বিত টহলে সাড়া না দেওয়া, মাদকদ্রব্য চোরাচালানসহ আন্তঃদেশীয় চোরাচালানি রোধ ও উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখাসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

যশোর ২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান দ্য রিপোর্টকে জানান, এ ধরনের পরবর্তী সীমান্ত সমন্বয় সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের আগে বিএসএফের কর্মকর্তারা বেনাপোল চেকপোস্টে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেনাপোল ক্যাম্পে অতিথিদের গার্ড অব অনার প্রদান করে বিজিবির একটি চৌকস দল।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)