আটকদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় আটককৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী। মানববন্ধনে বক্তারা সোমবার দুপুর ১টার দিকে পুলিশ শহরের কাজীপাড়া ও সরকারপাড়া থেকে নিরপরাধ ৬ যুবককে আটকের প্রতিবাদ জানিয়ে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া মডেল (সদর) থানার ওসি আব্দুর রব ও এসআই মোঃ বেলাল হোসেনের অপসারণ দাবি করেন।
সোমবার দুপুর দু’টায় শহরের পৌর মার্কেটের সামনে চার রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ শোভনসহ কাজীপাড়া ও সরকারপাড়ার সহস্রাধিক সাধারণ মানুষ।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টায় শহরের কাজীপাড়া ও সরকারপাড়া থেকে থ্রি-কোয়ার্টার প্যান্ট, কানে হেডফোন ও চোখে চশমা পড়ার অভিয়োগে ৬ যুবককে আটক করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এসকে/এপি/এএইচ/ এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)