চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ২টার সময় পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘের পাহাড় থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত দুইজন  হলো, মোহাম্মদ ফয়েজ (২০) ও মোহাম্মদ হানিফ (১৯)। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ দ্য রিপোর্টকে জানান, প্রবর্তক সংঘের পাহাড়ের নিচে ঝোপের মধ্যে ডাকাত দলের একটি গ্রুপ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। এ খবরের ভিক্তিতে গভীর রাতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে দুজনকেআটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এদিকে জেলার সাতকানিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দিন (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ফকিরপাড়া সওদাহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইশ পিস ইয়াবা ট্যাবলেট।

(দ্য রিপোর্ট/আরএম/এএসটি/এনআই/মার্চ ১০,২০১৬)