দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সাড়াজাগানো রাজনৈতিক দল আম আদমি পার্টিকে (এএপি) বিভক্ত করতে বিজেপি ২০ কোটি রুপি ঘুষের প্রস্তাব দিয়েছিল। এমনই অভিযোগ করেছেন এএপি’র এক শীর্ষস্থানীয় নেতা। খবর এনডিটিভির।

মদন লাল নামে এএপি’র ওই নেতা জানান, দলকে ভাগ ও দিল্লি থেকে কেজরিওয়াল সরকারকে উৎখাতে সহায়তা করতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে তাকে ২০ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মদনলাল বলেন, ‘১০ দিন আগে বিজেপি নেতা নরেন্দ্র মোদি ও অরুণ জেটলির ঘনিষ্ঠ কয়েকজন লোক জানায়, এএপিকে বিভক্ত করে নতুন দল গঠন করলে আমাকে দিল্লির মুখ্যমন্ত্রী বানানো হবে এবং ২০ কোটি রুপি দেওয়া হবে।’

তবে অরুণ জেটলি এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মদন লালের এ দাবিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। সে সময় কংগ্রেসের সমর্থনে নির্বাচনে এগিয়ে থাকা এএপি দিল্লিতে সরকার গঠন করে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)