দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় গত ৭২ ঘণ্টায় অন্তত ১৫০ জন নিহত হয়েছে। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে। খবর আলজাজিরার।

বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলে চালানো ওই হামলায় আসাদ সরকারের বিরুদ্ধে ব্যারেল বোমা ব্যবহারেরও অভিযোগ উঠেছে। তেলের ড্রামে বিস্ফোরক ও গোলা বারুদ ভরে এ ব্যারেল বোমা তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর আগে শনি ও রবিবারে অন্তত ১২০ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

গত কয়েক সপ্তাহে দেশটিতে ব্যারেল বোমা হামলায় অন্তত ৭০০ জন নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)