নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূকে স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার রানীপুরা পূর্বপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান দ্য রিপোর্টকে জানান, আট বছর আগে উপজেলার কেন্দুয়াপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে আকলিমা আক্তারের সঙ্গে পাশের রানীপুড়া পূর্বপাড়া এলাকার নাছির উদ্দিনের ছেলে সোলায়মান রানার বিয়ে হয়।

বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তান হয়। কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল।

সোলায়মান রানা রোববার রাতের যেকোনো সময় স্ত্রী আকলিমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে সোলায়মান পলাতক।

এসআই আরও জানান, সকালে নিজ ঘরে গৃহবধূ আকলিমা আক্তারের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)