দ্য রিপোর্ট ডেস্ক : জোনাস পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। গতকাল জোনাস ব্রাদার্স ব্যান্ড খ্যাত কেভিন জোনাসের স্ত্রী ডেনিয়েল তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছে। নতুন এ অতিথির নাম এলিনা রোজ জোনাস। খবর কন্টাক্ট মিউজিকের।

জানা যায়, বেবি জোনাসের আগমনের সময় কেভিন জোনাস হাসপাতালে তার স্ত্রীর পাশেই ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে প্রতি মুহূর্তের অনুভূতি শেয়ার করছিলেন। এ সময় ট্যুইটারে তার লিখিত বার্তাটি ছিল, ‘বেবি জোনাস এখন পৃথিবীতে আগমনের পথে আছেন।’

কেভিনের দাদি কয়েকদিন আগেই এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর এ রকম একটা সময়ে পরিবারে বেবি জোনাসের আগমন সবার মুখে আনন্দের হাসি ফুটিয়েছে।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪ )