সুন্দরবনে বাওয়ালির রহস্যজনক মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনে গোলপাতা কাটতে গিয়ে এক বাওয়ালির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টায় সুন্দরবনের কৈখালী এলাকা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। নিহতের নাম নূর হোসেন সরদার (৫২)। তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের রমজান আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২৮ জানুয়ারি সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে একই উপজেলার কালিকাপুর গ্রামের জামায়াত ঢালীর ছেলে খায়রুল ঢালীর নৌকাযোগে সুন্দরবনের কাছিকাটা এলাকায় গোলপাতা সংগ্রহ করতে যান। চার দিন সেখানে থাকার পর সোমবার দুপুর ১২টার দিকে ওই নৌকাযোগে তার মৃতদেহ সুন্দরবন সংলগ্ন কৈখালী এলাকায় নিয়ে আসে নৌকা চালক খায়রুল।
খায়রুল পুলিশকে জানায়, রমজান আলী সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সেখান থেকে মৃতদেহ থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খায়রুলকে আটক করেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিয়া দ্য রিপোর্টকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক খায়রুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশাব্যক্ত করেন তিনি।
(দ্য রিপোর্ট/এমআর/এএস/এএইচ/ফেব্রুয়ারি ৩, ২০১৪)