চট্টগ্রামে ট্রাক উল্টে নিহত ২, আহত ৮
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভায় শুক্রবার ভোর রাতে ট্রাক উল্টে মো. সুজন (১৭) ও আবদুল করিম (৪৫) নামে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট শ্রমিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টায় লক্ষ্মীপুর জেলা থেকে নারিকেল ও সুপারি বহনকৃত একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। এতে চালকের পাশে ৪ জন এবং ট্রাকের ছাদে আরও ৬ জন ছিল।
শুক্রবার ভোরের দিকে ট্রাকটি মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুর্ঘটনায় আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনো আহতদের পরিচয় এখনো জানতে পারেননি তারা।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেএস/এসআর/এম/মার্চ ১১, ২০১৬)