আসছে রোদেলা আকাশ
দ্য রিপোর্ট ডেস্ক : প্রকাশিত হচ্ছে রাকিব মুসাব্বিরের চতুর্থ ফিচারিং অ্যালবাম ‘রোদেলা আকাশ’। এবারের ভালবাসা দিবসে সিডি চয়েস থেকে অ্যালবামটি বাজারে আসবে।
অ্যালবাম প্রসঙ্গে রাকিব মুসাব্বির দ্য রিপোর্টকে বলেন, ‘এটা আমার চতুর্থ ফিচারিং অ্যালবাম। আমার অন্যান্য ফিচারিং অ্যালবামের মতো রোদেলা আকাশ অ্যালবামটিও শ্রোতাদের নজর কাড়বে বলে বিশ্বাস করি। সবগুলো গানেরই সুর ও সঙ্গীত অনেক সময় নিয়ে যত্ন করে তৈরি করেছি।’
গান গেয়েছেন কাজী শুভ, পূজা, তৌসিফ, ইলিয়াস হোসাইন, অয়ন, আনিসা, শাহেদ, ফারাবী, কেয়া, এম.এস.রানা, হেমা। গানগুলো লিখেছেন, রেজাউর রহমান রিজভী, এম.এস.রানা, ওমর ফারুক, এ.মিজান, তারেক ফিরোজ, অরন্য পাশা, শেখ সুমন এমদাদ ও সুমন মোস্তফা।
(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)