চট্টগ্রামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে জাহানারা বেগম (১৮)নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ।
বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় শুক্রবার রাত এগারোটায় মামুন মিয়ার কলোনির একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহানারার বাবার নাম ইদ্রিস আলী। তিনি আতুড়ার ডিপো এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং বোনের সঙ্গে থাকতেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে জাহানারা বোনের বাসায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন জানা যায়নি। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
(দ্য রিপোর্ট/একেএ/এএসটি/এনআই/মার্চ ১২, ২০১৬)