দ্য রিপোর্ট প্রতিবেদক : জন্মস্থান মুজিব নগর (মেহেরপুর) সদর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শেখ জমির উদ্দিন।

সোমবার বিকেল সাড়ে ৩টায় গার্ড অব অনার শেষে তার দাফন সম্পন্ন হয়। এ সময় পরিবারের লোকজনসহ উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

তার একমাত্র ছেলে শেখ জুলহাস উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘আমার বাবা দেশের প্রতি দায় থেকেই জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশ নেন। বাবার মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হলেও হাতে গোনা কয়েকেজন ছাড়া খোঁজ নেয়নি কেউ। অন্তত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা তো খোঁজ নিতে পারতেন।’ খুব আক্ষেপ করে তিনি বলেন, ‘আমার বাবা কী এতই ক্ষুদ্র মানুষ ছিলেন? বাবা চলে গেলেন তবে বাকি যারা আছেন তাদের বেলাতেও যেন এমন না হয়।’

(দ্য রিপোর্ট/এমএ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)