ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরামে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে পরশুরাম উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তালেব অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী নিয়ে শোডাউন করা অবস্থায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে পৌর যুবদল সভাপতি মোস্তফা খোকন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর বাদশা, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক ও ইউনিয়ন যুবদলকর্মী রুবেল গুরুতর আহত হন। আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে ও অন্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল মজুমদার অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা বিনা উস্কানিতে তার বাসায় হামলা চালায়। এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্রতিহত করার চেষ্টা চালালে বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তালেবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, বর্তমানে পরশুরামের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, র‌্যাব ও দাঙ্গা পুলিশ টহল অব্যাহত রেখেছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)