ময়ূর নদীর ড্রেজিং কাজ উদ্বোধন
খুলনা প্রতিনিধি : খুলনার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান লবণচরার আলুতলা দশভেন্ট গেটে হাতিয়া ও ময়ূর নদীর ড্রেজিং উদ্বোধন করেন। খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে কেসিসির নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প এ কাজ বাস্তবায়ন করবে। সোমবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়।
ড্রেজিং কাজ উদ্বোধনকালে মেয়র বলেন, জলাবদ্ধতার কারণে নগরবাসীর বসবাস ও চলাচলে দুর্ভোগ সৃষ্টিসহ রাস্তা ও ড্রেনের স্থায়িত্ব কমে যায়। সে জন্য নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের আওতায় ময়ূর নদীর ৫ হাজার ৯০০ মিটার এবং হাতিয়া নদীর ৫ হাজার ৭৯৬ মিটার ড্রেজিং করা হবে। সিলেটের ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল (জেভি) ময়ূর নদী খননকাজে ৫ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ১৭০ টাকা এবং হাতিয়া নদী ৮ কোটি ৭৪ লাখ ১৭ হাজার ৮৯৩ টাকা চুক্তিতে ২০১৫ সালের ৪ জানুয়ারি খননকাজ সম্পন্ন করবে।
কেসিসির কাউন্সিলর মুহা. আমান উল্লাহ আমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্যানেল মেয়র-১ মো. আনিসুর রহমান বিশ্বাস, নাগরিক ফোরাম খুলনার চেয়ারপারসন শেখ আব্দুল কাইয়ুম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এটি/এএস/এনআই/ফেব্রুয়ারি ৩, ২০১৪)