চট্টগ্রামে মাইক্রোবাসচাপায় যুবক নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে মাইক্রোবাসচাপায় রেজাউল করিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
নগরীর ইপিজেড থানা এলাকার মাইলের মাথা নামকস্থানে শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেজাউল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মোতালেব হোসেনের ছেলে। ইপিজেড থানার শাহজাহান জমিদারের বাসায় ভাড়া থাকতেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘রাতে ইপিজেড থানা মাইলের মাথায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল করিম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।’
(দ্য রিপোর্ট/এসএম/এইচ/মার্চ ১৩, ২০১৬)