ইইউজুড়ে দুর্নীতির ছড়াছড়ি
দ্য রিপোর্ট ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে দুর্নীতি ভীতিজনকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। খবর বিবিসির।
ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির ফলে ইইউ অঞ্চলে প্রতি বছর ১২০ বিলিয়ন ইউরো ক্ষতি হচ্ছে।
ইইউ’র হোম অ্যাফেয়ার্স বিষয়ক কমিশনার সিসিলিয়া ম্যালমস্ট্রোয়েম সোমবার পূর্ণাঙ্গ প্রতিবেদনটি উপস্থাপন করেন। ২৮টি দেশ নিয়ে গঠিত ইইউ’র প্রত্যেকটি দেশেই গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। এই প্রথম কমিশন এ ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করল।
সুইডেনের জিওটাবোর্গস-পোস্টেন নামে একটি দৈনিকে লেখা কলামে সিসিলিয়া বলেন, দুর্নীতি গণতন্ত্রের ওপর থেকে বিশ্বাস কমিয়ে দিচ্ছে। এর ফলে বৈধ অর্থনীতি থেকে প্রচুর সম্পদ পাচার হয়ে যাচ্ছে।
তিনি লেখেন, ইউরোপে সমস্যাটির গণ্ডি ভীতিজনকভাবে বেড়ে গেছে। স্বল্প পরিমাণে দুর্নীতি থাকলেও সুইডেন এ দেশগুলোর অন্তর্ভুক্ত।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)