দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর রবিবার হামলা করে ছাত্রলীগ ও পুলিশ। রবিবার রাতেই সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ‘রাজশাহীতে যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখিত, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এরপরও বিশ্ববিদ্যালয় যাতে দ্রুত খুলে দেওয়া যায় সে ব্যবস্থা নিতে উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে। যেই দায়ী হোক, তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই আন্দোলনে শিবিরও যুক্ত হয়ে গোলমালের চেষ্টা করেছে মন্তব্য করে নাহিদ বলেন, ‘আইনি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তদন্তে যেই দোষী হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)