নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোমবার দুপুরে স্থানীয়দের উদ্যোগে সড়ক সংস্কার কাজ হেঁটে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। এ সময় তিনি সড়কটি সরকারি উদ্যোগে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ ছাড়া ২০ বছর ধরে অবহেলিত একটি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী বরাদ্দেরও আশ্বাস দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় পাঁচ কিলোমিটারব্যাপী সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এ কারণে এলাকাবাসী নিজেরা দুই লাখ টাকা চাঁদা তুলে ইটের সলিং ফেলে সড়কটি সংস্কার করছিল। সোমবার একটি জাতীয় দৈনিকে খবরটি পড়ে এমপি লিয়াকত হোসেন খোকা উপজেলার একটি সভা স্থগিত করে সরেজমিনে ওই সড়কটির সংস্কার কাজ দেখতে যান। তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি হেঁটে ওই সড়কটির সংস্কার কাজ পরিদর্শন করেন এবং সরকারি উদ্যোগে সড়কটি সংস্কারের নির্দেশ দেন।

কোরবানপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ওই এলাকায় পাঁচ হাজার লোকের বসবাস। জাতীয় পার্টির এমপি খোকা হেঁটে আমাদের দুর্ভোগ দেখতে এসেছেন। আমরা এমন এমপিই চাই।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/আরকে/ফেব্রুয়ারি ৩, ২০১৪)