চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (এনআইওএইচসি) ১৬তম আন্তর্জাতিক সম্মেলন। সোমবার সকালে বন্দরনগরীর পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু ভিউ’তে তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

সম্মেলনে হাইড্রোগ্রাফিক বিভিন্ন ইস্যুর ওপর একাধিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রধান অতিথি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, ‘তিন দিনের এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বিভিন্নভাবে উপকৃত হবে। আমরা ব্লু ইকোনমির ওপর জোর দিচ্ছি। সদস্য দেশগুলোর সহযোগিতায় হাইড্রোগ্রাফির ওপর উচ্চতর গবেষণা বঙ্গোপসাগরে খনিজ সম্পদ সম্পর্কে ধারণা বৃদ্ধি করবে। এতে বঙ্গোপসাগরে হাইড্রোকার্বনসহ অন্যান্য খনিজ সম্পদ আহরণ আরও সহজতর হবে। একই সঙ্গে এই অঞ্চলের সমুদ্রে জাহাজ চলাচল ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম আরও জোরদার হবে, যা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।’

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান ও সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন হাইড্রোগ্রাফিক ইন্টারন্যাশনাল ব্যুরো প্রধান মোস্তফা ইফতিজ তার্কিশ।

মোস্তফা ইফতিজ বলেন, ‘আমরা বেশ কিছু বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সদস্য রাষ্ট্রগুলোর সমুদ্র ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং ই-নেভিগেশন ধারণা আরও জোরালো করা। আঞ্চলিক অবস্থানের কারণে বাংলাদেশের সক্রিয় ভূমিকা জোরালো করার পাশাপাশি ব্লু ইকোনমির সফল বাস্তবায়নের জন্য হাইড্রোগ্রাফিক ভীষণ গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানের সভাপতি উপ-নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মকবুল আহমদ বলেন, ‘ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের হাইড্রোগ্রাফিক এই অঞ্চলের সমুদ্র ব্যবহারকারী দেশগুলোর জন্য অবশ্যই সহায়ক ভূমিকা রাখবে।’

তিন দিনের এই সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে মিসর, ভারত, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সহযোগী সদস্য অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সিসিলি, যুক্তরাষ্ট্র এবং পর্যবেক্ষক সদস্য মালয়েশিয়ার প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিয়েছেন।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/এম/মার্চ ১৪, ২০১৬)