চট্টগ্রামে পলিথিনে মোড়ানো কাটা পা
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে পলিথিন মোড়ানো একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর হালিশহর ছোটপুল খালপাড় এলাকা থেকে কাটা পা-টি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজন খালের পাড়ে পলিথিনে মোড়ানো কাটা পা দেখতে পায়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
ওসি আরও জানান, পা দেখে বয়স অনুমান করা কঠিন। ধারণা করা হচ্ছে, ২৫-২৮ বছরের কোনো যুবকের পা হবে সেটি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে পুলিশ।
(দ্য রিপোর্ট/এমএস/এএসটি/সা/মার্চ ১৪, ২০১৬)