মস্কোর বিদ্যালয়ে গুলি : হত্যাকারী আটক
দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার মস্কোর একটি বিদ্যালয়ে ২০ জনেরও বেশি ছাত্রকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করে হত্যাকারী বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই বন্দুকধারী ছাত্রটি এক শিক্ষক ও এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। খবর বিবিসির।
মস্কো পুলিশ জানায়, রাজধানীর একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্র বন্দুক হাতে প্রবেশ করে। এ সময় সে এক শিক্ষক ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। তার গুলিতে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনার পর পরই ওই বিদ্যালয়ে থাকা অন্তত ২০ ছাত্রকে জিম্মি করে রাখে সে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই বন্দুকধারীকে আটক করার পাশপাশি জিম্মি ছাত্রদেরও মুক্ত করে।
আটক বন্দুকধারী জানায়, সে উত্তর মস্কোর ২৬৩নং বিদ্যালয়ের ছাত্র। তার আনা দুটি রাইফেল তার বাবার বলেও জানায় সে।
বার্তাসংস্থা এএপি’কে রাশিয়ান গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র জানান, ছাত্রটি বিদ্যালয়ে ঢোকার সময় প্রহরীরা তাকে বাধা দিতে গিয়েও ব্যর্থ হয়। সে ভেতরে ঢুকে ভূগোলের এক শিক্ষক ও সতর্ক করতে আসা এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। এ সময় সে তার ছোট কেলিব্রি রাইফেলটি দিয়ে অন্তত ১১ বার গুলি ছুড়ে। তাকে আটক করতে তার বাবাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে বিদ্যালয়ে প্রবেশ করায় পুলিশ।
ছাত্রটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ওই মুখপাত্র আরও জানান, ছেলেটি খুব ভালো ছাত্র ছিল। মনে হয় আবেগের বশে সে এ কাজ করেছে।
(দ্য রিপোর্ট/এসকে/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)