সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা উপকূলে পুরাতন জাহাজ কাটার সময় জাহাজের উপর থেকে পড়ে মোহাম্মদ মোরসালিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
জানা গেছে, গত শনিবার বিকেলে কুমিরা ঘোড়ামারা উপকূলে এস এল শিপইয়ার্ডের একটি পুরাতন জাহাজ কাটার সময় উপর থেকে পড়ে মোরসালিন গুরুতর আহত হন। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
শ্রম অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় প্রধান আব্দুল হাই দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজে কর্মরত অবস্থায় উপর থেকে পড়ে গিয়ে তার মাথা থেঁতলে যায়। পরে মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে মারা যান।
নিহতের বাবা মোজাফ্ফর আহমদ দ্য রিপোর্টকে জানান, তার ছেলে শিপইয়ার্ডে কাটার হেলপাল হিসেবে কাজ করত। আহত হওয়ার পর প্রথমে তাকে ভাটিয়ারী বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে মালিক পক্ষ তাকে শহরের মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছেলে মারা যায়।
(দ্য রিপোর্ট/এমএস/এএসটি/এম/মার্চ ১৬,২০১৬)