মুন্সীগঞ্জে চাঁদা না দেওয়ায় আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে চাঁদা দিতে রাজি না হওয়ায় দুষ্কৃতিকারীরা এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে। আহত মিজানুর রহমান মিজানকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জমি কেনা-বেচার ব্যবসা করেন। শহরের মালপাড়ায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মিজানের ঘনিষ্ঠ বন্ধু জেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম দাবি করেন- দুষ্কৃতিকারীরা সাত লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুর ২টার দিকে বাসার সামনে আ.লীগ কর্মী মিজানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুষ্কৃতিকারীরা।
সদর থানার ওসি শহীদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শহরের দেওভোগ এলাকার খোকা মিয়ার নেতৃত্বে পাঁচ-ছয়জন দুষ্কৃতিকারী আওয়ামী লীগ কর্মীর পিঠে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ ঘটনায় দুষ্কৃতিকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/সা/ফেব্রুয়ারি ৩, ২০১৪)