মুন্সীগঞ্জে চার জলদস্যু গ্রেফতার
মুন্সীগঞ্জ সংবাদদাতা : ডাকাতি করার সময় মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে চার জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি ট্রলার জব্দ করা হয়। সোমবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার জানান, রাত ৭টার দিকে ইস্মানিরচর গ্রাম সংলগ্ন মেঘনাবক্ষে ট্রলারযোগে আট জলদস্যু একটি জাহাজে ডাকাতিকালে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রাজীব হোসেন (২৫), বাবু মিয়া (২২), সৌরভ হোসেন (২৫) ও ফারুক হোসেন (২৭)। এ সময় অপর চার জলদস্যু পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সবার বাড়ি গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএস/এএস/এনআই/ফেব্রুয়ারি ৩, ২০১৪)