অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে। এ সময় দেশে ৮২৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭০ কোটি ডলার কম। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক সূত্রে জানা যায়, ডিসেম্বরে দেশে ১২৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা এর আগের মাসের তুলনায় ৪০ কোটি ডলার বেশি। তবে গত বছরের একই সময়ের তুলনায় ডিসেম্বরে বৈদেশিক মুদ্রার প্রবাহ ৭৬ কোটি কম ছিল। মাসভিত্তিক হিসাবে দেখা যায়, গত অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে কম ছিল। এ সময় ১০৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতায় রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে। তবে এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করছি, সামনের দিকে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।’
জনশক্তি রফতানি হ্রাস, খোলা বাজার ও ব্যাংকে ডলারের বিনিময় হারে পার্থক্য, রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগে মন্দা, প্রবাসী শ্রমিক ফিরে আসা, হুন্ডি তৎপরতা বৃদ্ধি ইত্যাদি কারণে রেমিট্যান্স প্রবাহ কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার কারণ হিসেবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কয়েকটি বিশেষ কারণে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে। এর মধ্যে অন্যতম উদ্বেগজনক হারে জনশক্তি রফতানি কমে যাওয়া।’
(দ্য রিপোর্ট/এএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)