দ্য রিপোর্ট প্রতিবেদক : দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অতিথিরা সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও তথ্যপ্রযুক্তি সংসদের মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল ইমরান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বর্তমান যুগকে তথ্যপ্রযুক্তির যুগ হিসেবে অভিহিত করে বলেন, প্রযুক্তিগত সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে এবং ফেসবুকে অশালীন মন্তব্য ও ছবি সংযুক্ত করা থেকে বিরত থাকতে হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)