চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এএসআই হানিফ (৪৫) নিহত হয়েছেন। ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হানিফ সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর জোন) উপ-সহকারী পরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ খান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাফিক সদস্য হানিফ টেম্পু করে কর্মস্থলে যাচ্ছিলেন। বেলা ৩টায় ধনিয়ালাপাড়া এলাকায় ফ্লাইওভার ও সড়কের সংযোগস্থলের কাছে বায়তুল শরফ মাদ্রাসার সামনে টেম্পুর সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এএসআই হানিফসহ কয়েকজন আহত হন। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।
(দ্য রিপোর্ট/একেএ/এপি/এম/মার্চ ১৭, ২০১৬)